Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিছলা উঠানই লিটন দাসের আউটে কনট্রিবিউট করেছে : ফারুকী

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২, ২০২২, ০৬:৫৮ পিএম


পিছলা উঠানই লিটন দাসের আউটে কনট্রিবিউট করেছে : ফারুকী

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছিল বাংলাদেশ। এরপর শুরু হয় বৃষ্টি। পরে খেলা শুরু হলে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৫১ রান। ফলে বাকি ৯ ওভারে দরকার ৮৫ রান।

কিন্তু বৃষ্টির পর প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। লোকেশ রাহুলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরেন লিটন দাস। ২৭ বলে তিন ছক্কা ও সাত চারে ৬০ রান করেন লিটন। তার উইকেটে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়েন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, নাচতে না জানলে উঠান বাঁকা, প্রবাদটা আমরা জানি। মাননীয় স্পিকার, নাচতে আমরা জানি কিন্তু উঠান আপনার পিছলাই বটে। পিছলা উঠানই লিটন দাসের আউটে কনট্রিবিউট করেছে। জাস্ট আপনার অবগতির জন্য জানাইয়া রাখলাম আর কি। একটু বেশী আগেই নামাইয়া ফেলছেন কিনা টিমগুলোকে, এটা ভাবার অবকাশ থাকলেও থাকতে পারে।

এবি

Link copied!