Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

পরীমণির সাথে খেলতে চলে আসুন ঠিক ৭টায়

বিনোদন ডেস্ক

নভেম্বর ৩, ২০২২, ০৪:০২ পিএম


পরীমণির সাথে খেলতে চলে আসুন ঠিক ৭টায়

সব আলোচনা ছাপিয়ে পরীকে নিয়ে রাজ এখন ঘরের বেরিয়ে যাচ্ছেন খেলার মাঠে।  রাজ-পরী একসঙ্গে মাঠে থাকবে আজ। আজ ঠিক সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দর্শকদের সাথে দিবেন আড্ডা এছাড়াও থাকছে রাজ-পরীর সঙ্গে হকি খেলার সুযোগ!

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাজির হবেন রাজ-পরী। নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে খবরটি জানিয়েছেন ‍‍`পরাণ‍‍` খ্যাত নায়ক রাজ। আর আগে থেকেই টেলিভিশনে হকি খেলার প্রচারণায় অংশ নিয়েছিলেন তারা।

রাজ লিখেছেন, ‍‍`প্রথমবারের মতো আমি ও পরী একসঙ্গে যাচ্ছি মাঠে, হকি দেখতে ও আপনাদের সঙ্গে আড্ডা দিতে। ৩ নভেম্বর ঠিক সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, হবে আড্ডা। এছাড়াও থাকছে আমাদের সঙ্গে হকি খেলার সুযোগ!‍‍`

রাজের সেই পোস্টের কমেন্টে পরীমণিও হকির ইমোজির সঙ্গে ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন। আর তাই যারা এই তারকা দম্পতির সঙ্গে হকি খেলায় অংশ নিতে চান, এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ।


ইএফ

Link copied!