Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘শের খান আমার জন্য খুব স্পেশাল’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২২, ০১:৪৩ এএম


‘শের খান আমার জন্য খুব স্পেশাল’

অবশেষে শাকিব খানের অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। গত বৃহস্পতিবার এ তারকা জানিয়ে দিয়েছেন তার নতুন সিনেমা ‘শের খান’ আসছে। ছবিটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কিং খান।

তিনি জানিয়েছেন ‘শের খান’ তার জন্য খুব স্পেশাল একটি সিনেমা। গত বৃহস্পতিবার ‘শের খান’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।

এসময় তিনি বলেন, “আমার জন্য ‘শের খান’ খুবই স্পেশাল একটা সিনেমা। যখন ‘শের খান’-এর গল্প সানী ভাইয়ের কাছে শুনছিলাম, তখনই ভিজুয়ালাইজ করছিলাম। মনে হচ্ছিল চোখের সামনে সিনেমাটি ভাসছে। বড় আয়োজন, বড় ক্যানভাস।”

এ সময় শাকিব আরও বলেন, ‘অনেক সময় দেখা যায়, এ ধরনের ছবিগুলোর আয়োজন বড় হলেও গল্প খুব একটা শক্তিশালী হয় না। তবে এই ছবির গল্প খুব শক্তিশালী। গল্পই দর্শককে বসিয়ে রাখবে। এ পর্যন্ত যারাই গল্প শুনেছেন, তারাই মুগ্ধ হয়েছেন।

সব মিলিয়ে শের খান বড় ক্যানভাসের একটি ছবি। আশা করি ভালো কিছু হতে যাচ্ছে।’ ‘শের খান’ নির্মাণ করবেন সানী সানোয়ার। এটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন। সঙ্গে থাকবে এসকে ফিল্মস। সানী সানোয়ার সাধারণত পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি নির্মাণ করেন। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। ‘শের’ অর্থ ‘বাঘ’।

নামেই অনুমান করা যায় পুরোদস্তুর অ্যাকশনধর্মী ছবি হতে যাচ্ছে এটি। নির্মাতা জানিয়েছেন, এতে পুলিশের চৌকস একজন অফিসারের চরিত্রে অভিনয় করবেন শাকিব। এর শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
 

Link copied!