Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘স্ক্যান্ডাল খুঁজলে নতুন শিল্পীরা এগিয়ে যেতে পারবেন না’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ১১, ২০২২, ০১:৩৫ এএম


‘স্ক্যান্ডাল খুঁজলে নতুন শিল্পীরা এগিয়ে যেতে পারবেন না’

নতুন শিল্পীদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলানের আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। আজ শুক্রবার চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘ভাঙ্গন’ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এ জন্য সীমিত আকারে একটি সংবাদ সম্মেলন ডাকেন অভিনেত্রী। সেখানে এমন আহ্বান জানান ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় এ নায়িকা।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘নতুন শিল্পীরা ইন্ডাস্ট্রিতে এসে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ করছেন। তারা অনেক মেধাবী। আপনারা যদি শুধু তাদের স্ক্যান্ডাল খোঁজেন, তাহলে তারা এগিয়ে যেতে পারবেন না। তাদের অনেক উৎসাহ দিতে হবে। আপনাদের দৃষ্টিভঙ্গি বদলালে তারা আরও অনেক ভালো কাজ করতে পারবেন।’

নব্বইয়ের দশক ও শূন্য দশকে চলচ্চিত্রের পর্দায় মৌসুমী ছিলেন অনন্য। সময়ের সঙ্গে তাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে। মৌসুমী তার সময়ের উদাহরণ টেনে বলেন, ‘আমরা কি ভুল করিনি? আমরাও অনেক ভুল করেছি। ভুল শুধরে নেয়া, সুন্দরভাবে উপস্থাপন করা এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের দাঁড় করিয়ে দেয়া— এই কাজগুলো কিন্তু সাংবাদিক ভাইয়েরাই করেছেন।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিন্তু এখন যারা কাজ করছেন, আপনারা সেটা করেন না। আপনার যা ইচ্ছা তা-ই নিউজ-ভিডিও করে উপস্থাপন করেন। তাতে আমাদের ছেলেমেয়েদের ভালো হওয়ার রাস্তা নেই। এ ছাড়া যারা নতুন সম্ভাবনাময় কাজ করছেন, তারাও আগ্রহ হারাবেন।’

‘ভাঙ্গন’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তিনি জানান, তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙ্গন’। ছবিটি পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের এই ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বুলবুল আহমেদ জয়, মির্জা আফরিশ, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, হলিপুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী প্রমুখ।



 

Link copied!