Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

স্টার প্লাস অ্যাওয়ার্ড পেলেন ডলি জহুর-ফাবলিহা বুশরা-মিম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২২, ০৯:৩৩ পিএম


স্টার প্লাস অ্যাওয়ার্ড পেলেন ডলি জহুর-ফাবলিহা বুশরা-মিম

‘স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২২’ এ আজীবন সম্মাননা পেয়েছেন দেশের কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। এছাড়া অভিনয়ে বিদ্যা সিনহা মিম এবং সংবাদ পাঠে চ্যানেল আইয়ের ফাবলিহা বুশরাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ বরেণ্য শিল্পীদের সম্মানিত করে আসছে স্টার প্লাস কমিউনিকেশন। এরই ধারাবাহিকতায় এবার কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর, বিদ্যা সিনহা মিম ও ফাবলিহা বুশরাসহ সংশ্লিষ্টদের অ্যাওয়ার্ডে ভূষিত করেছে স্টার প্লাস কমিউনিকেশন।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, অভিনয়ে সেরার পুরস্কার পেয়েছেন বিদ্যা সিনহা মিম, ফারহানা মিলি (এক ছবিতেই ইতিহাস)। সংগীতে সানিয়া সুলতানা লিজা, নৃত্যে সিনথিয়া ইয়াসমিন, সংবাদ পাঠে সেরার পুরস্কার দেওয়া হয়েছে চ্যানেল আইয়ের সংবাদ পাঠক ফাবলিহা বুশরাকে। উপস্থাপনায় পুরস্কার পেলেন তাবাসসুম প্রিয়াংকা, মডেলিংয়ে সামিরা খান মাহি, সমাজসেবায় আব্দুল মান্নান, শিল্প ও বাণিজ্যে মোহাম্মদ কবির হোসেন, সংগঠক ক্যাটেগরিতে মুনতাসির সাজু, তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ইঞ্জিনিয়ার আসিফ জোয়ার্দার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে জমকালো আয়োজন করা হয়। ১৯ নভেম্বর বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বসে স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২২ এর আসর। আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। এসময় পুরস্কারপ্রাপ্তদের মাঝে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুক্যান ইন্টারন্যাশনালের পরিচালক ও গবেষক ড. জি এম নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন স্টার প্লাস কমিউনিকেশন-এর প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।

Link copied!