Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

উপস্থাপনায় সম্মাননা পেলেন পূর্ণিমা‍‍`

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২২, ০২:১৬ এএম


উপস্থাপনায় সম্মাননা পেলেন পূর্ণিমা‍‍`

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন পূর্ণিমা। অবশ্য পূর্ণিমাভক্তরা এবং অনেক গুণী পরিচালকও সেই পুরস্কার পাবার পর বলেছিলেন, পূর্ণিমার আরাও অনেক আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার কথা ছিল।

কিন্তু অনেক ভালো ভালো সিনেমায় দুর্দান্ত চরিত্রে অভিনয় করেও সেসব সিনেমায় অভিনয়ের জন্য পূর্ণিমার হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না এলেও ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

আবার গত কয়েক বছর ধরে উপস্থাপনাতেও পূর্ণিমা বেশ প্রশংসা কুড়িয়েছেন। ঢাকা, ঢাকার বাইরে বিভিন্ন কর্পোরেট শো’তে এবং বিভিন্ন টিভি চ্যানেলেও পূর্ণিমা উপস্থাপনা করে প্রশংসিত হয়েছেন।

গত শুক্রবার ‘দীপ্ত টিভি সম্মাননা ২০২২’-এ পূর্ণিমা শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে সম্মাননা লাভ করেন। এবারই প্রথম তিনি উপস্থাপনার জন্য কোনো স্বীকৃতিতে ভূষিত হলেন।

পূর্ণিমা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি যখন আমি উপস্থাপনা শুরু করি, ঠিক তখন থেকেই আমার ভক্ত-দর্শক আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছেন। যদি অনুপ্রাণিত না হতাম, তাহলে হয়তো সামনের দিকে এগিয়ে যাবার সাহস পেতাম না।

দর্শকের এই যে ভালোবাসা, অনুপ্রেরণা দেয়া— তা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে, আরও ভালো করতে সাহস জুগিয়েছে। একজন উপস্থাপিকা হিসেবে আমাকে সম্মানিত করা দীপ্ত টিভি কর্তৃপক্ষসহ এর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সে সাথে আমার সব ভক্ত-দর্শকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।

কারণ তারা আমাকে সব সময় অনুপ্রেরণা দিয়ে পাশে ছিলেন বলেই উপস্থাপনায় এগিয়ে যেতে পেরেছি। এই সম্মাননা নতুন করে এগিয়ে যাবার অনুপ্রেরণা দিলো আমাকে।’

এদিকে পূর্ণিমা কিছুদিন আগে ছটকু আহমেদের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘আহারে জীবন’-এর কাজ শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস।

আর মুক্তির অপেক্ষায় রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। এছাড়া আপাতত আর নতুন কোনো সিনেমায় কাজ করছেন না পূর্ণিমা।

 

Link copied!