Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অ্যাডভেঞ্চারে তারা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২২, ০৩:৩৫ এএম


অ্যাডভেঞ্চারে তারা

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিন মাস আগে মা হয়েছেন তিনি। তারপর থেকে নতুন কোনো সিনেমায় নাম লেখাননি এ নায়িকা। আপাতত তার যত ব্যস্ততা, সব ছেলেকে ঘিরে।

সম্প্রতি নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, সুসজ্জিত বিছানায় শুয়ে আছে একরত্তি রাজ্য। ফুলে ফুলে সাজানো সে বিছানায় বড় করে লেখা আছে ‘স্বাগতম রাজ্য’।

তার আগমন যে বিশেষ কিছু, তা এই উষ্ণ অভ্যর্থনাই বলে দিচ্ছে। তবে রাজ্যকে নিয়ে কোথায় ঘুরতে গেছেন— সে বিষয়ে কিছু জানাননি পরীমণি। শুধু বলেছেন, ছেলের জন্মের পর কোথাও যাওয়া হয়নি।

এবার তাই রাজ্যকে নিয়ে অ্যাডভেঞ্চারে বের  হলাম। এটা রাজ্য’র প্রথম ঘুরতে যাওয়া। জানা গেছে, ছেলেকে নিয়ে ঢাকার বাইরে কোথাও অবকাশ যাপনে গেছেন শরিফুল রাজ ও পরীমণি। সেই অবকাশ যাপন কেন্দ্রেই এমন উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয়া হয়েছে রাজ্যকে।

বেশ কিছুদিন আগে পরী-রাজের সম্পর্কে কিছুটা টানাপড়েন চলছিল ঢাকাই সিনেমার আরেক নায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে। তার জেরে মিম ও রাজ একসঙ্গে কাজ না করারও সিদ্ধান্ত নিয়েছেন। তাই এ বিষয়ে এখন আর কোনো সমস্যা দেখা দিচ্ছে না রাজ-পরীর মাঝে।
 

Link copied!