Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত মিম

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৯, ২০২২, ১০:৫৯ এএম


ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত মিম

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছোট বেলা থেকেই ব্রাজিল দলের সাপোর্টার তিনি।

সোমবার (২৮ নভেম্বর) ব্রাজিলের জার্সি গায়ে ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচ দেখেছেন মিম। ম্যাচের শুরুতে অভিনেত্রীর বুকে রীতিমতো কাঁপন ধরে গেলেও অবশেষে ব্রাজিলের জয়ে ব্যাপক উচ্ছ্বাসিত ‘পরাণ’ খ্যাত অভিনেত্রী।

খেলা শেষে পছন্দের দলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন মিম। ছবিতে দেখা যায়, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর জার্সি পরে আঙুল উঁচিয়ে ভিক্টরি সাইন দেখিয়ে ব্যাপক উচ্ছ্বসিত প্রকাশ করেছেন তিনি।

ছবির ক্যাপশনে লিখেছেন, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল খুব ভালো খেলেছে। পরবর্তী ম্যাচে আরও ভালো খেলবে।

এবি

Link copied!