Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এবার হিন্দি সিনেমায় জয়া আহসান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৯, ২০২২, ০৬:২৪ পিএম


এবার হিন্দি সিনেমায় জয়া আহসান

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি কলকাতায়ও দাপটের সঙ্গে অভিনয় করছেন। কিছুদিন আগে ইরানী ছবিতেও কাজ করেছেন। এবার তাকে দেখা যাবে হিন্দি সিনেমায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক খবরে এমনটাই বলা হয়েছে।

ছবির নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।  

সিনেমাটির ব্যবস্থপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর দিয়ে আনন্দবাজার পত্রিকা।  

ছবিতে জয়া-পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাছাড়া, পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই ছবিতে।  

‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব থেকে নেওয়া কিনা, তা এখনও খোলসা করা হয়নি। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে। এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলে জানা গেছে।

কেএস 

Link copied!