Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম: পরীমনি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৭, ২০২২, ০৩:১০ পিএম


এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম: পরীমনি

কয়েক দিন পর চার মাস পূর্ণ হবে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সন্তানের বয়স। এরই মধ্যে হাপিয়ে উঠেছেন অভিনেত্রী। জানিয়েছেন সন্তান মানুষ করার অভিজ্ঞতা।

অনেক রাত নির্ঘুম কাটিয়ে হয়তো মনের কষ্টে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ঘরের ছবি দিয়ে লিখেছেন, এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি।

তিনি আরও লেখেন, ভালো থেকো ঘুমেরা আমার, পরীর সঙ্গে আবার দেখা হবে তোমার। পোস্টটির পর তিনি একটি প্রজাপতির ইমোজিও জুড়ে দেন।

অন্য মায়েদের মতো পরীমনিও একই ধরনের কষ্ট ভোগ করেছেন। সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে এখন পর্যন্ত ঠিকমতো ঘুমানো হয় না তার। জন্মের পর  থেকে সন্তান জেগে থাকলে তার মা পরী ঘুমাতে পারেন না। সন্তান রাজ্যকে ঘুম পাড়িয়ে তার পরই দুই চোখের পাতা এক করার সুযোগ পান তিনি।

দিনরাত নির্ঘুম কাটিয়ে নিজের যত্নও ঠিকমতো নেওয়া হয় না তার। তবে শরিফুল রাজ বাসায় থাকলে তিনি পরীকে সাহায্য করেন সবকাজে। তবে শুটিং থাকলে ছেলের দেখাশোনা পুরোটাই নিজে সামলান পরী।

এবি

Link copied!