Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কার কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন দীঘি?

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২২, ০৬:৪৩ পিএম


কার কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন দীঘি?

দীর্ঘ তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ইন্ডাস্ট্রিতে নানা সময়ে রাজনীতির শিকারও হয়েছেন। এমনকি তাকে কাস্ট করার পরে বাদ দিয়ে অন্যকে নেয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন দীঘি।

অভিনেতা সুব্রত ও প্রয়াত দোয়েল দম্পতির মেয়ে দীঘি সম্প্রতি ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে এমন বিস্ফোরক অভিযোগ তোলেন। স্ট্যাটাসে ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে ঘটে যাওয়া গত তিন বছরের বিব্রতকর তীক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

দীঘি ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘আপনি জানেন একজন স্টারকিড হওয়ার লড়াই, যার প্রধান তারকাই তার সঙ্গে নেই। আমি প্রায়ই অনেকের পোস্ট দেখি সেখানে নতুনদের কাস্ট করা হচ্ছে। তখন আমি হাসতে থাকি, মানুষ কেন আরেকজনকে মিথ্যা আশা দেয়। যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়।’

তিনি লেখেন, ‘যারা নতুন প্রোজেক্টে জার্নি করছে তাদের সঙ্গে কোনও সমস্যা নেই আমার। কিন্তু আমি সেই ভুয়া মানুষদের জন্য ক্লান্ত। যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে অপমাণিত করে।’

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষ বেশি নিষ্ঠুর হয়—সে কথা উল্লেখ করে দীঘি লেখেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির মানুষ বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। তবে আমার কোনও অনুশোচনা নেই, কারণ আমি আমার দক্ষতা সম্পর্কে জানি এবং আমাকে চিনি। আমাকে যারা সত্যিই ভালোবাসে তাদের, আমার বন্ধু ও পরিবারের দোয়া রয়েছে আমার সঙ্গে। এছাড়া আমি আল্লাহর ওপর আস্থা রাখি।’

ইন্ডাস্ট্রির এমন সিন্ডিকেটে অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার এই লেখার পেছনে কোনও উদ্দেশ্য নেই। এটা সবাই জনেন। কিন্তু আমি এই ক্ষোভ তিন বছর ধরে পুষে চলেছি বুকে। এই সিন্ডিকেটের খেলায় আমি একদম ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি, দুঃখিত।’

ইএফ

Link copied!