Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘মিডিয়ার সিন্ডিকেটে টিকতে গেলে গার্লফ্রেন্ড, বউ হতে হয়’

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৫, ২০২২, ০৮:৪১ পিএম


‘মিডিয়ার সিন্ডিকেটে টিকতে গেলে গার্লফ্রেন্ড, বউ হতে হয়’

শোবিজ অঙ্গনে কাদা ছোড়াছুড়ির ঘটনা নতুন নয়। বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রিতে এই হার প্রবল। সম্প্রতি একজন শিল্পীকে অপমানের প্রতিবাদে সরব হয়েছেন শোবিজের কেউ কেউ। তাদেরই একজন প্রযোজক ও নায়িকা মিষ্টি জান্নাত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমার মনে হয় সবাই সবাইকে সম্মান করে কথা বলাটা খুবই জরুরি বিষয়। কাউকে ছোট করতে গেলে নিজে ছোট হয়ে যেতে হয়। আমরা কেউই পারফেক্ট না, মনে রাখতে হবে।

মিষ্টি জান্নাতের ভাষ্য, নির্মাতা-শিল্পীদের সম্পর্ক হবে পরিবারের লোকের মত। মিডিয়া আমাদের আর একটা পরিবার, এটা ভুলে গেলে চলবে না। আমরা নিজেরাই নিজেদের সম্মান করতে পারি না। বাইরের লোকজন কী করে করবে? এ জন্যই আজ মিডিয়ার লোকজন সম্মান পায় না।

তিনি যোগ করেন, পাশের দেশে এই ফিল্ম মিডিয়ার লোকজনকে পূজা করা হয় দেবতার মত। আর হ্যাঁ, সিন্ডিকেটের কারণে এই ইন্ডাস্ট্রিতে (ঢালিউড) কাজ করা খুবই কষ্টকর। এই সিন্ডিকেটে টিকতে গেলে নিজে সিনেমা প্রযোজনা করতে হয়। আর তা না হলে গার্লফ্রেন্ড, বউ হতে হয়। যা খুবই হাস্যকর।

এবি

Link copied!