Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

ফিফা প্রেসিডেন্টকে নোরা ফাতেহির বিশেষ উপহার

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২২, ০৮:০৮ পিএম


ফিফা প্রেসিডেন্টকে নোরা ফাতেহির বিশেষ উপহার

আর্জেন্টিনা নাকি ফ্রান্স? কাতার বিশ্বকাপ ফাইনালের কোন দল জিতবে আজ, তা নিয়েই উত্তেজনা চলছে সারা বিশ্বজুড়ে। ঠিক তার আগের রাতে শনিবার (১৭ ডিসেম্বর) নোরা ফাতেহি গেলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে।

ফিফার প্রেসিডেন্টের কাছে কেন গেলেন নোরা? তার উত্তর নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন এ অভিনেত্রী। তাতে দেখা যায়, লাল রঙের একটি বাক্স তুলে দিচ্ছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর হাতে। লাল রঙের এ বাক্সটি সবুজ ফিতা দিয়ে মোড়া। উপহার হিসেবে নোরা এটি তাকে দিয়েছেন। কিন্তু এই বক্সে কী রয়েছে? আরেকটি ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নোরা।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাতের সময় সবুজ ফিতে দিয়ে মোড়ানো লাল টুকটুকে একটি বাক্স তার হাতে তুলে দেন নোরা ফাতেহি। বাক্স খুলে ইনফান্তিনো দেখেন এক জোড়া লাল জুতা।

উপহার পেয়ে ফিফা সভাপতি খুশি হয়েছেন। বলেছেন, এটি আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।

নোরা জানিয়েছেন, এই জুতা বিশেষভাবে ইনফান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।

টিএইচ

Link copied!