Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়: ফেসবুকে যা লিখলেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ১১:২৩ এএম


আর্জেন্টিনার বিশ্বকাপ জয়: ফেসবুকে যা লিখলেন চঞ্চল চৌধুরী

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রোববার (১৮ ডিসেম্বর) রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে সমর্থকরা। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় প্রিয় দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অন্যকে ‘খোঁচা’ দিয়েছেন। তাদেরই একজন হচ্ছে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।

রোমাঞ্চকর এক ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছরের খরা ঘুচিয়ে প্রিয় দলের বিশ্বকাপ জয়ে ভক্ত-সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

খেলা নিয়ে আগ্রহের শেষ নেই অভিনেতা চঞ্চল চৌধুরীর। আর্জেন্টিনার এই সমর্থক বিশ্বকাপ ফুটবল শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই খেলা নিয়ে ফেসবুকে সবর ছিলেন। প্রিয় দলের খেলার আগে থেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে সমর্থন দিয়ে এগিয়ে রাখেন। মেসির জয় আর রেকর্ডের প্রশংসা করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগি করেন।

প্রিয় দলের এমন নাটকীয় জয়ের পর রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী।

পোস্টে তিনি লিখেছেন, ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না। কারো আনন্দে, কারো কষ্টে...ঘটনা সত্য!!!’

টিএইচ

Link copied!