Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৭ বছর প্রেম, ৬ বছর সংসার, অতঃপর...

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২২, ০২:৫১ পিএম


৭ বছর প্রেম, ৬ বছর সংসার, অতঃপর...

ছয় বছর সংসারের পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। বিচ্ছেদের খবরটি গণমাধ্যমকে স্বাগতা নিজেই নিশ্চিত করেছেন। দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন অভিনেত্রী স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান।

স্বাগতা জানালেন, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা। সাত বছরের প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়।

অভিনেত্রী বললেন, ‘প্রতিটা সম্পর্কে কমবেশি জটিলতা থাকে। একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’

বিচ্ছেদের তো বছরখানেক হয়ে গেছে। নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন নাকি আবার, এমন প্রশ্নে স্বাগতা বললেন, ‘কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনো তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব। কাজ করছি, বেশি করে কাজে মনোযোগী হব। নিজেকে সময় দিচ্ছি। কাটুক না জীবন, জীবনের মতো।’

এসএম

Link copied!