Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

সুখবর দিলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২২, ০৭:২৫ পিএম


সুখবর দিলেন শাকিব-বুবলী

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার-আমিই বাংলাদেশ’ সেন্সর বোর্ড থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আনকাট ছাড়পত্র পেয়েছে। ছবিটি নির্মাণ করছেন পরিচালক তপু খান। সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে আছেন অভিনেত্রী শবনম বুবলী

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতাধর্মী সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশে’ মুক্তির জন্য আনকাট ছাড়পত্র দিয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার বলে মনে করছি। যেহেতু সেন্সর পেয়েছে ‘লিডার-আমিই বাংলাদেশ’, শিগগিরই মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া।’

এবি

Link copied!