ডিসেম্বর ২৭, ২০২২, ০৩:৪৯ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাকে বলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলরও বলা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছিল বলিউড ভাইজানের ৫৭তম জন্মদিন।
প্রতিবারের মতো এবারও পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে নিজের বিশেষ দিনটি উদযাপন করেন সালমান। আর মাঝরাতে প্রিয় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেখানে হাজির হয়েছিলেন শাহরুখ খান।
প্রতিবছর সালমানের জন্মদিনের আয়োজন করা হয় তার পানভেলের ফার্মহাউজে। তবে এ বছর সেই আয়োজন করা হয়েছিল ছোট বোন অর্পিতার বাড়িতে। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে অভিনেতার জন্মদিনের সেই অনুষ্ঠানে যোগ দিতেই মাঝরাতে সেখানে ছুটে গিয়েছিলেন বলিউড বাদশাহ।
ব্যক্তিগত জীবনে সালমান-শাহরুখের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। পার্টিতে সেটা আবারও প্রমাণিত হল। এদিন দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন তারা। সেই সঙ্গে অনুষ্ঠানে দুজনকে দুজনার হাত শক্ত করে ধরে রাখতেও দেখা গেছে তাদেরকে। প্রিয় তারকাদের এমন বন্ধুত্ব দেখে আনন্দিত তাদের ভক্ত-অনুরাগীরাও।
শাহরুখ ছাড়াও বলিউডের আরও অনেক তারকাই উপস্থিত ছিলেন জন্মদিনের অনুষ্ঠানে। এ তালিকায় রয়েছেন, পূজা হেগড়ে, রিতেশ, সোনাক্ষী সিনহা, সুনীল শেঠি, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, জেনেলিয়া প্রমুখ। সূত্র: পিংকভিলা
এবি