Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ওয়েব ফিল্মে বর্ষণের সঙ্গে নিপুণ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৮, ২০২২, ০৪:২১ পিএম


ওয়েব ফিল্মে বর্ষণের সঙ্গে নিপুণ

এবার ওয়েব ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তার। ‘অপলাপ’ নামের ওয়েব ফিল্মে তার বিপরীতে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন জিয়াউল রোশান।  

নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ মূলত ফ্যামি-ক্রাইম ধাঁচের গল্প। এটি নির্মাণ করছেন মোহাম্মদ আলী মুন্না।  

এর গল্প প্রসঙ্গে জানা গেছে, মনোবিদ অর্ক রহমানকে গ্রেফতার করা হয় স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেন তিনি। অন্যদিকে অর্কর মামার দাবি, কারো চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছেন অর্ক। ফলে মামলায় জটিলতা বাড়ে, গড়ায় আদালত পর্যন্ত।

এদিকে, অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষাও বিশ্বাস করেন, খুনটা অর্ক করেননি। তিনি পুলিশের কাছে গিয়েও এ বিষয়ে জবানবন্দি দিয়ে আসেন। তার কথায় গলে যায় ডিবি অফিসার সাইফ হাসানের মন। তিনি অর্ককে নির্দোষ প্রমাণ করে দেন। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল এক অপরাধ-রহস্য। সেটা কেমন? জানা যাবে সিনেমাটি মুক্তি পেলে।

‘অপলাপ’ সিনেমাটির শুটিং ও সম্পাদনা শেষে শিগগিরই মুক্তি পাবে ‘দীপ্ত প্লে’তে। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বীকে।  

এবি

Link copied!