Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

আ.লীগের মনোনয়নপত্র কিনলেন মাহিয়া মাহি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৯, ২০২২, ০৪:২২ পিএম


আ.লীগের মনোনয়নপত্র কিনলেন মাহিয়া মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। তিনি শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) বিকালে মাহি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কিছু দিন আগে এই নায়িকা ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার (২৮ ডিসেম্বর) রাতে এক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন পরিকল্পনার কথা। স্ট্যাটাস তিনি লেখেন, ‘বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণের সেবা করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয় ধানমন্ডি ৩/এ হতে মনোনয়নপত্র গ্রহণ করতে যাবো, ইনশাআল্লাহ। সবার দোয়া চাই।

উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসন শূন্য হয়। এখানে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসন থেকে নির্বাচন করতে চান মাহি।

টিএইচ

Link copied!