Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পরীমণিকে পাত্তা না দিয়ে রাজের স্ট্যাটাস

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১, ২০২৩, ০৬:০৮ পিএম


পরীমণিকে পাত্তা না দিয়ে রাজের স্ট্যাটাস

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবার নজর এখন পরীমনি-রাজ দম্পত্তির দিকে। চারিদিকে চাউর হয়েছে এই দম্পত্তির সংসার ভেঙে যাওয়ার ঘটনা। এরপর মাঝপথে মিলে যাওয়া খবর পাওয়া গেলেও রোববার (১ জানুয়ারি) আনুমানিক সকাল ৫টায় হাতে রক্তমাখা ছবি দিয়ে জানান দেন সংবাদ সম্মেলনের। যদিও তা উড়ো খবর হিসেবে সাংবাদিক মহল উড়িয়ে দিয়েছে।

এদিকে পরীমণির স্ট্যাটাসের কোন পাত্তা না দিয়ে ছেলে রাজ্যকে কোলে নিয়ে রাজ তার ফেসবুকের ভেরিফাইট পেজ ফুরফুরে মেজাজে লিখতে দেখা যায় তাকে। সেখানে তিনি লিখেন, ‘আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনে আরও একটি দুর্দান্ত সময় কাটুক! সুস্বাস্থ্য কামনা করছি, এবং এটাই এই বছরে শুভ উল্লাস। আমার হৃদয় সবসময় ভালবাসায় পূর্ণ। যত বড় এবং শক্তিশালী হোন না কেন! তুমি কখনই তোমার জন্য আমার ভালবাসাকে ছাড়িয়ে যেতে পারবেন না।’ রাজের স্ট্যাটাস দেখতে ক্লিক করুন এখানে।

এর আগে পরীমণি স্ট্যাটাসে লিখেন, ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রিতিমতো দারুন এক সাংসারিক সুত্র হয়ে দাঁড়ালো।’

পরীমণি আরও লিখেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিলো শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকেনা। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পরে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না।’

এছাড়াও লিখেন, ‘একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম। রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না,আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সন্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার আর তার পরিবারের কোন অসুস্থ আচরন বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি লিখেন, ‘সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন আপনারা নিশ্চই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিক ভাবেও আমি বিধ্বস্ত।’

শেষে এসে পরী লিখেন, ‘রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে……!’

কেএস 

Link copied!