Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পরীমণি-রাজ সংসারে ভাঙনের নাটক নাকি নেপথ্যে ‘গডফাদার’!

আকাশ নিবির

আকাশ নিবির

জানুয়ারি ৩, ২০২৩, ০৩:২৯ পিএম


পরীমণি-রাজ সংসারে ভাঙনের নাটক নাকি নেপথ্যে ‘গডফাদার’!

রাজের সঙ্গে থাকবেন না বলে পরীমণি চলে গেছেন। কিন্তু কোথায় গেছেন? বিষয়টি কি ভাবাচ্ছে রাজকে? নাকি এ ঘটনার নেপথ্যে আরো ঘটনা আছে? নাকি এসব কোন সিনেমার প্রমোশনের পায়তারা চালাচ্ছেন এ জুটি?? কেননা আগামী ২০ জানুয়ারি পরীমণি অভিনীত ‘অ্যাডভাঞ্জার অব সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। 

এর আগের এসব প্রমোশনে পরিচালক সৈকত নাসিরসহ নায়িকা মাহিয়া মাহীর ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় প্রযোজকের সাথে তুমুল কাণ্ডে অনেকটা খোলাসা করতে দেখা গেছে।

তবে মঙ্গলবার ভোরে শরীফুল রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ, আই লাইভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’ একের পর এক স্ট্যাটাসে সাংবাদিকদের নানান ধোঁয়াশার মধ্যে রেখেছেন এ জুটি।

এর আসলে অর্থ কী? এ ঘটনার নেপথ্যে কোনো গডফাদার রয়েছেন? নাকি শরীফুল রাজ কোনো গডফাদারের হুমকি পেয়েছেন? চলচ্চিত্রে এমন ঘটনা নিত্যই ঘটে। অভিনেতা সালমান শাহর মৃত্যুর পেছনেও গডফাদারের হাত রয়েছে বলে এখনো অনেকে মনে করেন!  

শরীফুল রাজের ভাষ্যে, সেই গডফাদারকে ছেড়ে দেবেন না। কিন্তু আদও কি কোন গডফাদার এ দেশে রয়েছে। তা আসলে জানা যাবে ২০ জানুয়ারি পরীমণির সেই ছবি মুক্তির পর।  

বিগত সময়গুলোতে রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে।

নতুন বছরের প্রথম প্রহরে রবিবার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন এ নায়িকা। তিনি লেখেন—‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন। তবে সেই সংবাদ সম্মেলনের কোন ভিত্তি ছিল না। সেটিও নায়িকা বুবলির মতো বানোয়াট আর মিথ্যা ছিল। তা ইতিমধ্যে সবার জানা হয়ে গেছে।’

এর মাঝে নায়িকা পরীমণি নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি মিমাংসার কথা জানান। এরপর আবার শুরু হয় নতুন সংঘাত। আসলে এসবের মানে কি?? সেটি এখন সবার মনে প্রশ্ন ...
 

Link copied!