Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বরগুনায় মৎস্যকন্যার শুটিং, অভিনয়ে ফিরলেন রিচি

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৩, ০১:৪৩ পিএম


বরগুনায় মৎস্যকন্যার শুটিং, অভিনয়ে ফিরলেন রিচি

দেশের সর্বদক্ষিণের জেলা বরগুনায় সম্প্রতি শেষ হলো ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিং। এ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে দীর্ঘবিরতি ভেঙে আবরো অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিচি বলেন, ‘নাটকটির গল্প খুবই সুন্দর, এরকম গল্পে বাংলাদেশ আর কখনো নাটক নির্মাণ হয়নি। মূলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা একটি মেয়ের গল্প।’

নাটকটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল ও পরিচালনায় মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘আসলে এ ধরণের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের ওপর অত্যাচারে জীববৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে গল্পটি।’

তিনি আরো বলেন, ‘এ নাটকটি নাট্যাঙ্গনে মাইলফলক হয়ে থাকবে। গল্পের প্রয়োজনে নাটকটির সম্পূর্ণ চিত্রায়ন হয়েছে বরগুনার তালতলীতে। আশাকরি দর্শক নাটকটি  ভালোভাবে উপভোগ করবেন।’

রিচি ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল, সৈকত সিদ্দিক ও বরগুনার হাইরাজ মাঝি। শিগগির দর্শক নাটকটি দেখতে পাবেন।

এআরএস

Link copied!