Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আমি খেলতে ও খেলা দেখতেও ভালোবাসি: সুবাহ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৫, ২০২৩, ১১:০৬ এএম


আমি খেলতে ও খেলা দেখতেও ভালোবাসি: সুবাহ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মাধবধীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই এখানে ভিড় করেন চলচ্চিত্র শিল্পীরা। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের কমিটির আয়োজনে এবারের পিকনিক আয়োজন অনুষ্ঠিত হয়।

বিপিএল প্রসঙ্গে কথা উঠতেই উপস্থিত সংবাদিকদের সুবাহ জানান, ঢাকা টিমের জন্য শুভকামনা। তার আগে তিনি বলেন, আমি খেলতেও ভালোভাসি, খেলা দেখতেও ভালোবাসি।

এ সময় নিজের অভিনীত সিনেমা নিয়েও কথা বলেন সুবাহ।

এবি

Link copied!