Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

একটি মেয়ে চাইলে সব কিছু করা সম্ভব : হুমাইরা সুবহা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৭, ২০২৩, ০৬:৫৩ পিএম


একটি মেয়ে চাইলে সব কিছু করা সম্ভব : হুমাইরা সুবহা

২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করে রাতারাতি তারকা বনে যান সুবহা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেশের বাইরে ট্যুর নিয়ে চড়াও হলেন তিনি। মন্তব্যের কড়া জবাব দিতে দেখা গেল তাকে। সেখানে তিনি লিখেছেন, ‍‍`আমি যদি ইচ্ছা করি দেশের বাইরে প্রতিমাসে কমপক্ষে দুটো করে ট্যুর দিতে পারবো। কারণ একটা মেয়ে যদি চায় তার দ্বারা অনেক কিছু করা সম্ভব। বাট আমার ইচ্ছা বা রুচি কোনটাই নাই নিজের ভালোবাসার মানুষ হাসবেন্ড বা ফ্যামিলি ছাড়া দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর কোন ইচ্ছে নাই। আর ঘুরে ফিরে এসে জাহির করারও কিছু নাই ছোটলোকদের মতো।‍‍`

তিনি আরও লিখেন, ‍‍`এখন আবার কিছু দেশের বাইরে বেশি ট্যুর দেওয়া আপারা আমাকে  আবার ভুল বুঝবেন না। কিছু মানুষ আমাকে বলে যে তুমি বাইরে ট্রাভেল কর না কেন? আর বিদেশে নিয়ে যাওয়ার জন্য শুধু অফার দেয় তাদেরকে বুঝানোর জন্য এবং এটা আমি আমার জন্য লিখেছি।‍‍`

এর আগে ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। গত বিজয় দিবস উপলক্ষে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সুবাহ-ইলিয়াস। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে নবাগত এই নায়িকা লিখেছেন, ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিন বছর আগে নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি ঘটলেও এই ক্রিকেটারের অধ্যায় সামনে এলেই পুরোনো সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েননি সুবাহ। মাস খানেক আগে নাসিরের নাম উল্লেখ না করে তার উদ্দেশে ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছিলেন এই চিত্রনায়িকা।

নবাগত নায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

Link copied!