Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই আর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ২১, ২০২৩, ০৩:১৭ পিএম


‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই আর

বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। দৈনিক আমার সংবাদের মুঠোফােন বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয় আজ (শনিবার)।

এদিন সিনেমার নির্মাতা-প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা, তার আলোকে সিনেমাটি নিয়ে মতামত দেন তারা।

এ নিয়ে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পেজে একটি পোস্ট দিতে দেখা যায়। সেখানে লিখেছেন, ‘পত্রিকার মারফত আমরা জানতে পারলাম এই পজিটিভ নিউজের কথা! আমরা অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে কৃতজ্ঞ আপীল বোর্ডের সম্মানিত সদস্যদের কাছে। আমরা এখন আপীল বোর্ডের চিঠির অপেক্ষায় আছি। চিঠি পাওয়া মাত্রই আমরা রিলিজের কাজে হাত দিবো। আমাদের টার্গেট ফারাজের আগেই শনিবার বিকেল ছবির মুক্তি। ফিল্ম অ্যালায়েন্স অব বাংলাদেশ সহ সকলকে ধন্যবাদ ছবিটার মুক্তি আন্দোলন জোরদার করার জন্য। ধন্যবাদ বাংলাদেশের সব মানুষদের।’
 

Link copied!