Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যে কারণে ক্ষমা চাইলেন শাহরুখ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৩, ২০২৩, ১২:৩৪ পিএম


যে কারণে ক্ষমা চাইলেন শাহরুখ

বর্তমানে শাহরুখ খান তার অভিনীত সিনেমা ‘পাঠান’র মুক্তির অপেক্ষায় দিন গুণছেন। এ কারণেই হয়তো নিয়মিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগসূত্রও বজায় রাখছেন তিনি।

এদানিং টুইটারে প্রায়ই ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনে দেখা যায় এই বলিউড বাদশাহকে। এ বার ভক্ত-অনুরাগীদের ডাকে দেখা দিলেন নিজের বাড়ি মান্নাতের ছাদে। যদিও নিয়ম করে অভিনেতার বাড়ির বাইরে ভিড় জমান শাহরুখ অনুরাগীরা।

কিন্তু রোববার(২২ জানুয়ারি) রাতে হঠাৎ ভক্তদের চমকে দিলেন এই অভিনেতা।

এদিন শাহরুখ গাঢ় সবুজ শার্ট ও ডেনিমে মান্নাতের ছাদে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি। আর এতেই পছন্দের তারকাকে দেখতে উপচে পড়ে তার ভক্তরা। রীতিমতো অভিনেতার ভক্তদের ভিড়ে রাস্তায় আটকে যায় সাধারণ মানুষেরা।

পরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টির জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন এসআরকে। সেই সঙ্গে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এবি

 

Link copied!