Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

লুকিয়ে বিয়ে করলেন চিত্রনায়িকা একা

আকাশ নিবির

আকাশ নিবির

জানুয়ারি ২৩, ২০২৩, ০৪:৫৩ পিএম


লুকিয়ে বিয়ে করলেন চিত্রনায়িকা একা


সম্প্র্রতি গৃহকর্মীকে নির্যাতন ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন অভিনেত্রী একা। এবার বিয়ের খবরে আবারও খবরের শিরোনাম হলেন তিনি। শেষ পর্যন্ত লুকিয়েই বিয়ে করলেন চিত্রনায়িকা একা! ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত চিত্রনায়িকা একা। চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেকটাই অন্তরালে চলে যান তিনি। এর আগেও গুঞ্জন উঠেছিল বিয়ে করেছেন এই নায়িকা। প্রথমে বিয়ে বিষয়টি উড়িয়ে দিলেও অবশেষে স্বীকার করেছিলেন তিনি। 


গেল চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে দৈনিক আমার সংবাদের ক্যামেরায় ধরা পড়েন এই নায়িকা। কথা কথায় তিনি নিজের বিয়ের কথা স্বীকার করে বলেন, ‘অনেক ঝামেলা ছিল আমার। এই ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমি ও আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করার। করে ফেলেছি। আশা করি আর কিছুদিন পরেই পার্টি করে সবাইকে দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠান করব। আপাতত কাউকে না জানাত। তাতে হয়তো পারিবারিকভাবে ঝামেলার সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেন এই নায়িকা।’

এ বিষয়ে একা আরও বলেন, ‘এক নায়কের মিথ্যা ষড়যন্ত্রে আমাকে জেলে যেতে হয়েছে। সেখানে জেলে মাস খানিক থাকার পর আমার স্বামীর বেশি সহযোগিতা পেয়েছি। ও এখন দেশের বাইরে থাকে। তিনি দেশে ফিরে এসে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন সবাইকে। আপাতত এতটুকুই আমার ভক্তরা জানুক। এর বেশি জানাতে পারছি না।’


প্রসঙ্গত, শাহিদা আরবী সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা একার। তবে ব্যবসায়ীকভাবে ‘রাখাল রাজা’ সিনেমাটি সফল হয়নি। পরের বছরই প্রয়াত নায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমা পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলা হাওয়া’। কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি। 
 

Link copied!