Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শীঘ্রই আসছে জুটনের নতুন মিউজিক ভিডিও

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২৩, ০৫:৪৫ পিএম


শীঘ্রই আসছে জুটনের নতুন মিউজিক ভিডিও

ফাতেমা ইয়াসমিন তানহা‍‍`র কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এস কে আন্নু। রোমান্টিক গল্পে, সমাজে প্রচলিত অসঙ্গতির গুরুত্বপূর্ণ ম্যাসেজ নিয়ে নির্মিত হয়েছে গানটির ভিডিও। এটির গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাজমুল ইভান। ঢাকার বিভন্নি লোকেশনে চিত্রায়ন করা হয়েছে গানটি। এতে অভিনয় করেছেন জুটন চন্দ্র দাস ও সাজিয়া ইলিয়াস।

নতুন এই গানচিত্র নিয়ে জুটন বলেন, ‍‍`বর্তমানে রাজনীতির সঙ্গে জড়েয়েে গেলেও অনেক আগে থেকেই মিডিয়াঙ্গণের সাথে জড়িত। একাধিক নাটককে কাজ করা হয়েছে। এই গানটির কথা-সুর হৃদয়স্পর্শী। শ্রদ্ধেয় ফাতেমা ইয়াসমিন তানহার কথায় গানটি সাজিয়েছেন এস কে আন্নু সুর করেছেন। এই গানে আমাকে মডেল হিসেবে কাজ করতে হয়েছে। আমিও ভালো করার  চেষ্টা করেছি আর ভিডিওটি অনেক ভালো হয়েছে। কাজটি ব্যতিক্রম এবং শ্রোতা-দর্শকদের জন্য চমক। এটিও তার ব্যতিক্রম নয়। এই ভিডিওটিও সেরকমই। আশা করছি, সবার ভালো লাগবে।

প্রসঙ্গত, নতুন বছরেই গানটি এন ই ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবার কথা রয়েছে। 

Link copied!