Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

সুসংবাদ দিলেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৩, ০৮:২১ পিএম


সুসংবাদ দিলেন জ্যাকুলিন

জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত একটি হলিউড সিনেমার গানের অস্কার মনোনয়ন ও অপরটি তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন পাতিয়ালা আদালত। গত শুক্রবার (২৭ জানুয়ারি) এমন দুটি সংবাদ দেন তিনি। 

জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত হলিউড সিনেমা ‘টেল ইট লাইক আ ওমেন’ এর একটি গান ৯৫তম অস্কারে মনোনয়ন পেয়ছে। অস্কারের সেরা মৌলিক গান বিভাগে নমিনেশন পেয়েছে এটি। গানটির কথা ও সঙ্গীতায়োজন করেছেন ডায়ান ওয়ারেনি এবং পারফর্ম করেছেন সোফিয়া কারসেন।

এ ব্যাপারে বলিউড সুন্দরী বলেন, আমি রীতিমত নির্বাক। অভিনন্দন ডায়ান ওয়ারেন ওসফিয়া কারসেনকে। এই ছবিতে কাজ করা আমার জন্য সম্মানের।

এদিকে, শুক্রবার পাতিয়ালা আদালত বিদেশ ভ্রমণের জন্য জ্যাকুলিনকে অনুমতি দিয়েছেন। জ্যাকুলিনের আইনজীবী প্রমান্ত পাটিল বলেন, তিনি প্রত্যেক তারিখে নিয়ম করে আদালতে হাজির হন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো জোরালো প্রমাণ দিতে পারেননি।
 

Link copied!