Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’

বিনোদন ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৪:৪৫ পিএম


শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’

সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আই গত দশ বছর ধরে আয়োজন করে আসছে ‘বাংলা খেয়াল উৎসব’।

এরই ধারাবাহিকতায় (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হয়ে এ উৎসব শেষ হবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়। 

এবার দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। উৎসবে পৃষ্ঠপোষকতা করেছে ঐক্যডটকমডটবিডি।

এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান।

উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন প্রমুখ।

এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে ২৯ জানুয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উৎসবের নানান তথ্য তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সেলিনা আজাদ এবং ঐক্যডটকমডটবিডির চেয়ারম্যান সায়েরা রেজা।

উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা।

এআরএস

 

 

Link copied!