Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বক্স অফিসে দীপিকার দাপট

বিনোদন ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৬:৪৩ পিএম


বক্স অফিসে দীপিকার দাপট

মাত্র তিন দিনেই দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির আকাশছোঁয়া ব্যবসা এবং একের পর এক বাঁধ ভাঙা রেকর্ড আর অনুরাগীদের উচ্ছ্বাস দেখা গেছে। ইতিমধ্যে রেকর্ড ৩০০ কোটি টাকার আয় ছাড়িয়ে গেছে। 

অন্যদিকে প্রায় ৪ বছরের অপেক্ষার পর বড়পর্দায় শাহরুখ খানের কামব্যাক। ‘পাঠান’ ছবি দর্শন তাঁর অনুরাগীদের কাছে উৎসবের থেকে কম কিছু নয়। তার প্রমাণ, এই ছবির বক্স অফিস কালেকশন। 

মাত্র তিন দিনেই এই ছবির আকাশছোঁয়া ব্যবসা এবং একের পর এক রেকর্ড ভাঙার ধারায় অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। এই ছবির ঐতিহাসিক সাফল্যের সঙ্গে একাধিক নতুন রেকর্ড তৈরি করেছে। ‘হিন্দি সিনেমার ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি আয় করা ছবি, যে ধারা মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে অব্যাহত ছিল। 

এছাড়াও হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে ৫৫ কোটির ব্যবসার মাইলফলকের মাধ্যমে দীপিকা পাড়ুকোনের জন্য সর্বোচ্চ ব্যবসা করা প্রথম ও দ্বিতীয় দিন।

Link copied!