Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

১০০ কোটিতে বিক্রি হলো ‘পাঠান’

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:৫৪ পিএম


১০০ কোটিতে বিক্রি হলো ‘পাঠান’

বক্স অফিসে ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। অ্যাকশন দৃশ্যে ভরা সিনেমাটি মাত্র সাত দিনেই আয় করেছে ৬৫৪ কোটি টাকা। এবার ওটিটিতে আসতে চলেছে ‘পাঠান’।

জানা গেছে, ১০০ কোটি টাকায় শাহরুখের সিনেমাটি কিনেছে অ্যামাজন প্রাইম।

এর আগে, বিশ্বের ১০০টি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতের সাড়ে পাঁচ হাজার ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে ‘পাঠান’।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান। সূত্র: সংবাদ প্রতিদিন

এবি

Link copied!