Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

প্রতারণা মামলায় মেহেদি সোহাগকে খুঁজছে পুলিশ

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৭:০৬ পিএম


প্রতারণা মামলায় মেহেদি সোহাগকে খুঁজছে পুলিশ

অর্থ আত্মসাতের মামলায় নির্মাতা শফিক হাসান ছাড়াও মাহমুদুর রহমান রুবেল, তাঁর স্ত্রী তামান্না আক্তার ছাড়াও মেহেদি হাসান সোহাগের বিরুদ্ধে মামলা করেন। এরমধ্যে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করলেও মেহেদি হাসান সোহাগ পলাতক রয়েছে। তবে সাড়ে আট লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চলচ্চিত্র নির্মাতা শফিক হাসান। অর্থ আত্মসাতের মামলায় গত শনিবার রাত সাড়ে আটটার দিকে এফডিসি থেকে তেজগাঁও থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সূত্রের খবরে জানা যায়, ‘৫০ থেকে ১ লক্ষ টাকার ঘুষের বিনিময়ে প্রযোজক আর পরিচালকের চোখে ফাঁকি দিয়ে কম টাকায় সিনেমা বিক্রির জন্য পরিচালককে উদ্বুদ্ধ করেন এই মেহেদি। তাকে বিভিন্ন অনুষ্ঠানে নায়ক-নায়িকাদের সাথে সেলফি তুলতে দেখা যায়। আর এসব সেলফি তুলে সু-সম্পর্ক তৈরী করে মিডিয়াঙ্গণের নানান ধরণের অপরাধের সাথে জড়িতেরও খবর পাওয়া যায়।’ সূত্রটি আরও বলেন, ‘পরিচালক শফিক হাসানের অর্থ কেলেংকারির এবং ‘স্বপ্ন ছোঁয়া’ এর পরিচালক দেশের বাইরে থাকায় ভূয়া রুবেল নামের প্রযোজককের কাগজপত্র তৈরীর করার ঘটনায় তাকেও জড়িতের খবর পাওয়া গেছে! বিধায় এ মামলায় তাকেও তিন নাম্বার আসামী করা হয়।’ 

এ নিয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক শাহজাহান বলেন, ‘অর্থ–সংক্রান্ত প্রতারণার মামলায় শফিক হাসানকে গ্রেপ্তার করা হয়। মাসখানেক আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার এক কর্মকর্তা বাদী হয়ে নির্মাতা শফিক হাসান ছাড়াও মাহমুদুর রহমান রুবেল, তাঁর স্ত্রী তামান্না আক্তার ও মেহেদি হাসান সোহাগ নামের আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে এফডিসি থেকে শফিক হাসানকে গ্রেপ্তার করা হয়।’

অন্যদিকে জানা গেছে, একই মামলায় মাহমুদুর রহমান ওরফে রুবেল নামের একজনকে ভুয়া প্রযোজক সাজিয়ে ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ নামের দুটি সিনেমার স্বত্ব দুই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন দুটি ছবির নির্মাতা শফিক হাসান। এর সঙ্গে রুবেলের স্ত্রী তামান্না আক্তার ও মেহেদী হাসান ওরফে সোহাগ নামের আরও দুজন জড়িত ছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্তরা এটিএন বাংলাকে টাকা ফেরত দিতে চান। নির্দিষ্ট সময় পরও টাকা ফেরত না দিলে টেলিভিশন স্বত্ব কেনা চ্যানেলটি তাঁদের বিরুদ্ধে মামলা করে।

 

এ ব্যাপারে এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান) মাহমুদ হাসান বলেন, ‘সিনেমা দুটি আমাদেরও আগে লাইভ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে চক্রটি। বিষয়টি গোপন রেখে পরে আমাদের কাছে ১০ লাখ টাকায় টেলিভিশন স্বত্ব বিক্রি করে। কপিরাইট অফিস গিয়ে আমরা বিষয়টি জানতে পারি। টেলিভিশনের পক্ষ থেকে বারবার শফিক হাসানকে টাকা ফেরত দিতে বলা হয়। মধ্যে রুবেলের স্ত্রী তামান্না আক্তার দেড় লাখ টাকা পরিশোধ করেন। বাকি টাকা পরিশোধ করতে দুই মাস সময় নেন তাঁরা। কিন্তু মধ্যে অনেক সময় চলে গেছে। বাধ্য হয়ে আমরা মামলা করেছি।’

পরীমনি অভিনীত শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরি’ নামের একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে।

Link copied!