Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘ফারাজ’ মুক্তি পেলেও আটকে আছে ‘শনিবার বিকেল’

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৯:১৫ পিএম


‘ফারাজ’ মুক্তি পেলেও আটকে আছে ‘শনিবার বিকেল’

বহুল আলোচিত হিন্দি ছবি ‘ফারাজ’ মুক্তি পেয়েছে আজ। রাজধানীর হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। ভারতজুড়ে প্রায় ১০০ হলে মুক্তি পেয়েছে হংসল মেহতা পরিচালিত এই ছবিটি।

অপরদিকে একই ঘটনা নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ‘শনিবার বিকেল’। ছবিটি ‘ফারাজ’র আগে মুক্তি দেওয়ার কথা থাকলেও, মুক্তি পায়নি এটি। এখনও আটকে রয়েছে সেন্সরবোর্ডে।

এর আগে ‘ফারাজ’র এক ঘণ্টা আগে হলেও ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন ছবিটির নির্মাতা। কিন্তু অবশেষে ভারতীয় ছবিটি মুক্তি পেলেও আটকে গেছে শনিবার বিকেল। কিন্তু কয়েক দিন আগেই ছবিটি মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

অন্যদিকে ফারাজ মুক্তির স্থগিতাদেশ চেয়ে আদালাতে রিট করা হলেও, সেই আবেদন বাতিল করে মুক্তির অনুমতি দেয় দিল্লি হাইকোর্ট।

প্রসঙ্গত, ‘ফারাজ’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। এ ছাড়া আরও অভিনয় করেছেন- পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল, জুহি বব্বর, আমির আলী, পলক লালওয়ানি, শচিন লালওয়ানি, রেশম সাহানি প্রমুখ।

এবি

Link copied!