Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঈদে আসছে পূর্ণিমার ‘আহারে জীবন’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৫:০৪ পিএম


ঈদে আসছে পূর্ণিমার ‘আহারে জীবন’

সরকারি অনুদানের ছবি ‘আহারে জীবন’। মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। সিনেমার কাজ শেষ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। 

পূর্ণিমা তিনি বলেন, ছটকু ভাই গুণী চলচ্চিত্র নির্মাতা। তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অবশেষে তার নির্দেশনায় আহারে জীবন সিনেমায় অভিনয় করা হলো। পাশাপাশি ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সে কাজ করেও বেশ ভালো লেগেছে।’ 

‘আহারে জীবন’ নিয়ে ছবির নির্মাতা ছটকু আহমেদ জানান, ‘ছবির কাজ অল্প কিছু বাকি আছে। শিগগিরই সব কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেব। আশা করছি আগামী ঈদে সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন দর্শকরা।’ 

এছাড়াও ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূর্ণিমার প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। মুক্তি পেতে যাওয়া দুটি কাজ নিয়েই বেশ উচ্ছ্বসিত নায়িকা।
 

Link copied!