Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হুমায়ুন ফরীদির মৃত্যুবার্ষিকী আজ

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১১:০৩ এএম


হুমায়ুন ফরীদির মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়। ২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান দাপুটে এই অভিনেতা। আজ হুমায়ুন ফরীদির প্রয়াণের দশ বছর।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র এই তিন মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করে সমান জনপ্রিয়তা অর্জন করেন গুণী এই অভিনেতা।

হুমায়ুন ফরীদি সত্তরের দশকে ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে অভিনয় শুরু করেন। কীত্তনখোলা, কিরামত মঙ্গলসহ বেশ কয়েকটি মঞ্চ নাটকে তার অভিনয় নজর কাড়ে দর্শকদের।

আশির দশকে কোথাও কেউ নেই, সংশপ্তক, ভাঙনের শব্দ শুনি, টিভি নাটকে অভিনয় করে ব্যাপক সাড়া পান তিনি। এরপর ‘৯০-এর দশকে পা রাখেন চলচ্চিত্রে জগতে। সেখানেও মুগ্ধতা ছড়ান হুমায়ুন ফরীদি। বাংলা চলচ্চিত্রে তার খলনায়কের চরিত্র যোগ করে ভিন্নমাত্রা।

২০০৪ সালে ‘মাতৃত্ব’ ছবির জন্য সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের ৪০ বছরপূর্তি উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করেন হুমায়ুন ফরীদিকে।

এবি

Link copied!