Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বলিউড সিনেমায় একসাথে তিন তারকা

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৬:৩৭ পিএম


বলিউড সিনেমায় একসাথে তিন তারকা

 শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনের সিনেমার প্রতি বলিউডপ্রেমীদের থাকে সবচেয়ে বেশি আগ্রহ । এর আগে কখনই বলিউডের এই তিন সুপারস্টারকে এক সিনেমায় দেখা যায়নি। যদিও তাদের প্রত্যেকের রয়েছে আলাদা ফ্যানবেজ। তবে তাদের এক সঙ্গে সিনেমায় দেখার স্বাদ পূরণ হয়নি কখনই। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে। ভারতীয় বেশকিছু গণমাধ্যমের দাবি, এক সঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তিন সুপারস্টার তারকা।

বলিউডে স্পাই ঘরানার সিনেমার জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। কিছুদিন আগে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানকে এমন ভূমিকায় দেখা গেছে। ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাতে সালমান খানও ছিলেন একজন স্পাই পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে ‘ওয়ার’ সিনেমায় হৃত্বিকের চরিত্র তো আইকনিক রূপ ধারণ করেছে। এরই মধ্যে ‘ওয়ার’ সিনেমার স্ক্রিপ্টিংয়ের কাজ শেষ হয়েছে। শোনা যাচ্ছে, ‘ওয়ার টু’তে এক সঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশন।

যশ রাজ ফিল্মস থেকে জানানো হয়েছে, ‘ওয়ার টু’ সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। আদিত্য চোপড়া ও শ্রীধর রাঘবন এর স্ক্রিপ্ট লিখেছেন। চলতি বছরের শেষদিকে ছবির দৃশ্যধারণ শুরু হবে। ছবির প্রথম কিস্তিতে হৃত্বিক রোশন তো ছিলেনই। এবার সালমান খান ও শাহরুখ খানের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে। যদি তারা রাজি হন, তাহলে ভক্তদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। আশা করছি, সবাইকে ইতিবাচক কিছু জানাতে পারব।’

যশ রাজের এমন সংবাদে নড়েচড়ে বসেছে গণমাধ্যমগুলো। কারণ এমনটা হওয়া যে অবাস্তব কিছু নয়, তা মানছেন অনেকেই। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে একটি বড় অংশে অভিনয় করেছেন সালমান খান। অন্যদিকে হৃত্বিকের সঙ্গে শাহরুখের রয়েছে ভালো সম্পর্ক।

এদিকে এবারের দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘টাইগার থ্রি’। শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় আছে। তবে সবকিছুকে একপাশে রেখে তিন তারকাকে এক ফ্রেমে দেখার অপেক্ষা করছেন ভক্তরা। 

Link copied!