Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অপুর খোঁচাখুঁচিতে ধুয়ে দিলেন বুবলী

আকাশ নিবির

আকাশ নিবির

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১২:০৪ পিএম


অপুর খোঁচাখুঁচিতে ধুয়ে দিলেন বুবলী

দেশি চলচ্চিত্রের নায়িকা বুবলী। শাকিব খানের বিপরীতে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হবার গল্প তারই প্রথম। নায়িকা হবার পাশাপাশি গোপনে এই নায়কের সাথে বিয়েও করেছেন তিনি। নিয়েছেন ফুটফুটে একটি ছেলেসন্তানও।

এর আগে শাকিব খানের বউ হিসেবে স্বীকৃতি পান আরেক নায়িকা অপু বিশ্বাস। যদিও এই নায়িকা কোনো কাবিননামা দেখাতে পারেননি। সে নায়িকার কোলেও রয়েছে আরেক ছেলেসন্তান। তবে নায়ক শাকিব খানের আগের ঘরে বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়েতে রাজি হন নায়িকা বুবলী। এরপর নিজের বাসায় শাকিব খানের সাথে একটি ছবি তুলে ‘ফ্যামিলি টাইম’ লিখে ফেসবুকে দেয়ার পর থেকেই শুরু দ্বিধাদ্বন্দ্ব আর শুনতে হয় নায়িকা অপুু বিশ্বাসের নানান কটুকথা।

বর্তমানে নায়ক শাকিব খানের সাথে নতুন করে সখ্য তৈরি হয়েছে অপু বিশ্বাসের। সংসারও তৈরি হতে চলছে খুব শিগগিরই। সম্প্রতি চলচ্চিত্রের আরেক নায়িকার রেশ ধরে বুবলীর সাথে স্বামী শাকিব খানের সম্পর্কে পড়েছে ভাটা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা ধরনের গসিপ। আর তাতেই ক্ষেপেছেন

নায়িকা বুবলী।

গত ১৭ ফেব্রুয়ারি সব বিষয়ে নিজের ফেসবুক পেজে দিয়েছেন লম্বা বার্তা। তাতে এই নায়িকা লিখেছেন, ‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, কারো নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব; কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

কিছুদিন পরপর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদের দিয়ে করায়, তাদের সবকিছু সোশ্যাল মিডিয়া, পত্রিকা এবং ইউটিউবে রয়েছে— যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এসব নোংরামি পাত্তা দেবার রুচি থাকে না বলেই কথা বলা হয় না; কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে, তাহলে তা হবে তাদের চরম ভুল...

আশেপাশে হাজার কিছু হলেও দিন শেষে আমাকে নিয়েই এসব ব্যক্তির ব্যস্ততা, এমনকি নাওয়া-খাওয়া সব থাকে আমার চিন্তায়...এদেরকে রেসপন্স করতেও রুচিতে বাধে... আর হ্যাঁ! পারিবারিক শিক্ষা আমাকে কখনই দু’মুখো সাপের আচরণ করতে শেখায়নি, সুবিধাবাদী হতে শেখায়নি, ধর্ম নিয়ে একেকবার একেক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায়নি, গিরগিটির মতো রঙ বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরিমারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি।

বিভিন্ন মানুষকে নিয়ে নানান টকশোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি, মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসামি শেখায়নি, কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি, কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায়নি, বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি, তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে-বিনিয়ে নাটক করতে পারি না ...

কিন্তু আমি এসব না শিখতে পারার জন্য গর্বিত... কারণ এসব যে পারে, সে অনায়াসেই লিজেন্ড শাবানা ম্যামের মতো এত সিনিয়র ব্যক্তিত্ব নিয়ে অপমানজনক বেফাঁস মন্তব্য করে বসতে পারে, কঠোর পরিশ্রম করে নিজের মতো এগিয়া যাওয়া নুসরাত ফারিয়াকে নিয়ে অপমান করে কথা বলে মুখটাকে বিশ্রী করে ব্যঙ্গ করতে পারে, ভালো মনের মানুষ বর্ষা আপুকে নিয়ে অপমানজনক কথা বলতে পারে, মাস্টার মেকার পরিচালক শ্রদ্ধেয় মালেক আফসারী স্যারকে নিয়ে অপমান করে কথা বলতে পারে— যা কি-না রীতিমত তার পারিবারিক শিক্ষাকেই উপস্থাপন করে, এজন্যই বলে ব্যবহারই বংশের পরিচয়...

কত বাজে ও নিচু মানসিকতার হলে সে একটি নিষ্পাপ বাচ্চাকেও কটূক্তি করতে ছাড়েনি, কিছুদিন আগে ইঙ্গিতপূর্ণভাবে আমার সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে বাঁদরের মতো মুখ ভেংচি কেটে বাজে মন্তব্য করতে ছাড়েননি...

আমি মা হিসেবে ভালোবেসে আমার সন্তানকে নিয়ে কী করব বা আমার সন্তানের ভালোর জন্য কী করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কে যে আপনার সম্পর্কে কথা বলতে হবে?

সারাক্ষণ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট উসকানিমূলক ব্যক্তি বিষয়ে কথা বলে অথচ পরে আবার বলবে সে ব্যক্তি বিষয়ে কথা বলে না, সারাক্ষণ মানুষকে ছোট করে কথা বলবে কিন্তু পরে বলবে সে মানুষকে ছোট করে কথা বলে না! কেমন অদ্ভুত! একেক সময় একেক রঙ ধারণ করে মানুষকে ধোঁকা দেয়ার নগ্ন খেলা এসব বহুরূপী চিপ মেন্টালিটির ব্যক্তিই পারে... সেম!

বুবলীকে বর্তমানে এফডিসিতে পরিচালক সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমার শুটিং করতে দেখা গেছে। ছবিটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবার কথা রয়েছে।

Link copied!