Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশে ‘পাঠান’ আসবে ২৪ ফেব্রুয়ারি?

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৪:০০ পিএম


বাংলাদেশে ‘পাঠান’ আসবে ২৪ ফেব্রুয়ারি?

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) চলচ্চিত্র সংগঠনের ১১ জন প্রতিনিধির সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের একটি বৈঠক সম্পন্ন হয়েছে। সেখানেই ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। অবশেষে বাংলাদেশে শাহরুখ দীপিকা অভিনীত পাঠান চলচ্চিত্রটি সাফটা চুক্তির আওতায় মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো। সব ঠিক থাকলে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পেতে পারে আগামী ২৪ ফেব্রুয়ারি।

এখন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন পেশ করবেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাংলাদেশে শর্ত সাপেক্ষে হিন্দি ছবি আমদানির দুয়ার উন্মোচিত হবে।

এ ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর বাংলাদেশে পাঠান মুক্তি পেতে পারে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী সাহেব বলেছিলেন, সকল সংগঠন এক সিদ্ধান্তে পৌঁছলেই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে সিদ্ধান্তে নেওয়া হবে। আজ আমরা ১৯ সংগঠনের ঐক্যমতের বিষয়টি মন্ত্রী মহোদয়কে অবগত করি।’

খসরু বলেন, ‘মন্ত্রী মহোদয় বললেন, এখন আর কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রীকে আমি আজকালের মধ্যে বিষয়টি জানাচ্ছি। তিনি অনুমোদন দিলেই দেশে হিন্দি সিনেমা মুক্তিতে আর কোনো বাধা থাকবে না। এক্ষেত্রে অবশ্য আমরা শর্ত জুড়ে দিয়েছি। দুই বছর আমদানি করা যাবে, এছাড়াও ঈদের মতো উৎসব ছাড়া  মোট ১৪০ দিন সিনেমা প্রদর্শন করা যাবে।’

আজকালের মধ্যেই প্রধানমন্ত্রীকে এই আবেদন পেশ করা হবে। অনুমোদন যতদ্রুত সম্ভব মন্ত্রী মহোদয় নেবেন বলে জানিয়েছেন খসরু।

আজকালের মধ্যে অনুমোদন পেলে বাংলাদেশে পাঠান সিনেমা মুক্তি পাবে। এমনটাই মনে করছে সিনেমাটির আমদানিকারক  প্রতিষ্ঠান‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ এর কর্ণধার অনন্য মামুন।

অনন্য মামুন বলেন, ‘যেহেতু আজকের মিটিংয়ে মন্ত্রী মহোদয় বলেছেন যতদ্রুত সম্ভব বাংলাদেশে হিন্দি মুক্তি পেতে যাচ্ছে। যেহেতু আজকালের মধ্যেই অনুমোদনের সম্ভাবনা রয়েছে সেহেতু আগামী ২৪ তারিখে সিনেমাটি বাংলাদেশে মুক্তির বিষয়ে আমরাও প্রস্তুত।’

Link copied!