Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মানুষের অভিশাপ খুব ভয়াবহ : প্রভা

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১২:২৪ এএম


মানুষের অভিশাপ খুব ভয়াবহ : প্রভা

টেলিভিশনের দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ফেসবুকে সরব দেখা না গেলেও ইনস্টাগ্রামে তার বিচরণ অহরহই লক্ষ করা গেছে। এ মাধ্যমেই তিনি ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেন। গত শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘মানুষের অভিশাপ, বদ  দোয়া, নিঃশব্দে দুই ফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে থেকে ভারী দীর্ঘশ্বাস  খুবই ভয়াবহ জিনিস’। তিনি লিখেছেন, ‘আল্লাহর দরবারে যদি একটা বদদোয়া কবুল হয়ে যায়, যদি এক ফোঁটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে!’

সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না প্রভার। ভুয়া টিকটক আইডির যন্ত্রণায় তিনি নাকাল হয়ে আছেন। সম্প্রতি ওই ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে প্রভা লিখেছিলেন, ‘আমি আপনাদের কাছে সাহায্য চাইব। টিকটক প্ল্যাটফর্মে আমার কোনো আইডি নেই।’

তিনি আরও লিখেছেন, ‘ইতোমধ্যে যারা ভেবেছেন যে, এটা আমার বা আমার নাম করে যেসব টিকটক আইডি আপনারা ফলো করছেন, সেগুলোর কোনোটাই আমার নয়। তাই আপনারা যদি সত্যিকারেই আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেয়ার অনুরোধ করুন।’

Link copied!