Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘মিডিয়ার অনেকেই চার বিয়ে দুই বিয়ে করেছে; আমার কি করা উচিত’

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৫:৫৪ পিএম


‘মিডিয়ার অনেকেই চার বিয়ে দুই বিয়ে করেছে; আমার কি করা উচিত’

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। দেশ বিদেশে তার জনপ্রিয়তার কমতি নেই। নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে ইতি টেনেছেন সংসার জীবনে। ঘোষণা দিয়েছিলেন সন্তানের জন্য আর বিয়ে করবেন না। তবে কেন বিয়ে নিয়ে এতো উৎসাহ তার। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিলেন মিডিয়ায় কোন মিডিয়ার মানুষ কতো বিয়ে করেছেন?

তিনি জানালেন, ৪ বিয়ে করেছেন পরীমণি, ২ বিয়ে করেছেন শাকিব খান, ৩ বিয়ে করেছেন কবরী, ২ বিয়ে করেছেন আলমগীর, ২ বিয়ে করেছেন হুমায়ূন আহমেদ, ২ বিয়ে করেছেন হাবিব, ২ বিয়ে করেছেন জসীম, ২ বিয়ে করেছেন সুচরিতা, ২ বিয়ে করেছেন সুচন্দা, ৩ বিয়ে করেছেন রুনা লায়লা, ২ বিয়ে করেছেন সাবিনা ইয়াসমিন, ২ বিয়ে করেছেন ইলিয়াস কাঞ্চন, ৩ বিয়ে করেছেন দিতি, ৩ বিয়ে করেছেন অপূর্ব, ২ বিয়ে করেছেন মিথিলা, ৩ বিয়ে করেছেন শাকিল খান, ২ বিয়ে করেছেন রোজী আফসারী, ২ বিয়ে করেছেন শখ, ২ বিয়ে করেছেন নিলয়, ৩ বিয়ে করেছেন আরিফিন রুমি, ২ বিয়ে করেছেন সালমা, ৩ বিয়ে করেছেন মমতাজ, ২ বিয়ে করেছেন সামিনা চৌধুরী, ২ বিয়ে করেছেন বাপ্পা মজুমদার, ২ বিয়ে করেছেন রাজিব, ২ বিয়ে করেছেন প্রভা, ২ বিয়ে করেছেন বিজরী বরকতউল্লাহ, ৩ বিয়ে করেছেন অপি করিম, ৩ বিয়ে করেছেন অনন্ত জলিল, ৩ বিয়ে করেছেন ন্যান্সি, ২ বিয়ে করেছেন ডলি সায়ন্তনী, ২ বিয়ে করেছেন মাহিয়া মাহি, ২ বিয়ে করেছেন শমী কায়সার, ২ বিয়ে করেছেন মিলা, ২ বিয়ে করেছেন সুবর্ণা মোস্তাফা, ২ বিয়ে করেছেন পূর্নিমা। তবে ভুল করে পরীমণির ৪ বিয়ে লিখলেও গণনা করলে আরও বেড়ে যেত। অন্যদিকে অনন্ত জলিলের চার বিয়ের কথা জানা গেলেও বাদ পড়ছে অভিনেত্রী জয়া আহসানের নাম।

এছাড়াও তিনি এটিও লিখেছেন, অবশেষ আমাকে এই পথে হাঁটতে হবে, সেটা নিয়ে বেশ চিন্তিত, কি করা উচিত আমার?

কেএস 

Link copied!