Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বুবলি-অপু বিশ্বাসের খোঁচাখুঁচিতে বিপাকে অনন্ত জলিল-বর্ষা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

মার্চ ৬, ২০২৩, ০৪:০৭ পিএম


বুবলি-অপু বিশ্বাসের খোঁচাখুঁচিতে বিপাকে অনন্ত জলিল-বর্ষা

চিত্রনায়িকা শবনম বুবলী-অপু বিশ্বাস‍‍`র খোঁচাখুঁচি যেন থামছেই না! কিছু দিন পরপরই একে অপরকে খোঁচা দিচ্ছেন, ঝাঁজালো জবাবে গরম করছেন সোশাল মিডিয়া। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার বিষয়টা একটু ভিন্ন। এবার তাদের খোঁচাখুঁচিতে যোগ হলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

গতকাল প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সাকিব খান। আর সেটার কিছু সময় পর, রাত ১১টার দিকে শবনম বুবলীর সঙ্গে সন্তানের ছবি পোস্ট করে ‘সুন্দর’ ক্যাপশন জুড়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

ঘটনা এখানেই শেষ নয়, আজ সোমবার সকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস একই ক্যাপশনে একটি ডিভিও শেয়ার করেছেন, আর সেটা বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। সেই ভিডিও দেখে ভক্তদের জেনে যাওয়া কথা- অনন্ত জলিল আরো একটি বিয়ে করেছিলেন! তার একজন মেয়েও আছে!

এই ঘটনার মেলবন্ধ রহস্য খুঁজতে যাদের সময় লাগছে তাঁদের জন্য বলে রাখা ভালো- চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো না বর্ষার। আর সে কারণে জয়ের ভিডিও শাকিব শেয়ার করায়, বুবলীর ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেই প্রতিক্রিয়ার অপু শেয়ার করেছেন চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর’।

Link copied!