Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

নায়িকা মাহিকে এক হাত দিলেন জাহারা মিতু

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

মার্চ ৬, ২০২৩, ০৪:৪৫ পিএম


নায়িকা মাহিকে এক হাত দিলেন জাহারা মিতু

এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন তিনি। মাঝে মধ্যেই নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে পোস্ট দেন মাহি। সম্প্রতি তার একটি স্ট্যাটাস নিয়ে মন্তব্য করেছেন ঢালিউডের আরেক নবাগতা অভিনেত্রী জাহারা মিতু।

দিন কয়েক আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্বামী রাকিব সরকারের একটি পোস্টের স্ক্রিনশট দিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন ‘আলহামদুলিল্লাহ’।

এরপরেই গেল ৪ মার্চ রাত ১২টার দিকে অন্য একটি স্ট্যাটাসে ফের ‘আলহামদুলিল্লাহ’ লেখেন তিনি। আর মুহূর্তেই সেটি নজরে আসে নেটিজেনদের। একইভাবে পোস্টটিতে দৃষ্টি পড়ে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা জাহারা মিতুর। আর সেই পোস্টে মাহিকে ‘রহস্যময়ী নারী’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরেই অভিনেত্রীর কমেন্ট বক্সে মিতু লেখেন, ‘মাহি দুই দিন পর পর শুধু আলহামদুলিল্লাহ বলে, আর কিছু বলে না। রহস্যময়ী নারী।

তবে মিতুর মন্তব্যটি বেশ হাস্যরসাত্মকভাবেই নিয়েছেন নেটিজেনরা। সেই সঙ্গে হা হা রিঅ্যাক্টও দিয়েছেন অনেক। কিন্তু অভিনেত্রীর এমন মন্তব্যে এখন পর্যন্ত পাল্টা কোনো জবাব দেননি মাহি।

 

Link copied!