Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধনে সাকিবের সঙ্গে দীঘি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৩, ০৫:১৭ পিএম


দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধনে সাকিবের সঙ্গে দীঘি

দুবাইয়ে জাকজমকভাবেই উদ্বোধন হলো ‘আরাভ জুয়েলার্স’ ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক আরাভ খান। তিনি বাংলাদেশের নাগরিক। শোরুমে ৪১ কেজি স্বর্ণের একটি লোগো বানিয়ে বিশ্ববাসিকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

এই জুয়েলার্সের উদ্বোধনে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন চিত্রনায়িকা দীঘি। এক ফেসবুক ভিডিও বার্তায় দীঘি জানিয়েছিলেন, তিনি দুবাই যাচ্ছেন জুয়েলার্স উদ্বোধনে। এরপর দীঘি দুবাই যান এবং জুয়েলার্স উদ্বোধনে অংশ নেন।

এই অনুষ্ঠানে সাকিব আল হাসানের সঙ্গে দীঘির দেখা হয়। তিনি সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট না করলেও প্রার্থনা দীঘি নামের একটি পেইজে পোস্ট করেছেন।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধনে নিজের মামা ভিক্টরকে সঙ্গে নিয়ে গিয়েছেন।

গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরেই ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন করা হয়।

Link copied!