মার্চ ১৮, ২০২৩, ০৫:৪২ পিএম
আরাভ জুয়েলাস এর উদ্বোধন করতে দুবাই গেছেন হিরো আলম। পুলিশের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও দুবাই গিয়ে একাধিক ছবি ভিডিও আপলোড করেন সেই দেশ থেকে। যখন পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা এবং চিত্রনায়িকা মাহিয়া মাহীর গ্রেপ্তার হবার পর ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন একটি সূত্র।
সূত্রকে হিরো আলম বলেন, `আমি কাল দেশে ফিরব। পুলিশ আমাকে গেপ্তার করতে পারেন। তাই আপনারা সকলেই ক্যামেরা নিয়ে বিমানবন্দরে থাকবেন। আমি আরাভ খান সম্পর্কে আরও নতুন তথ্য দিবেন বলেও জানান। তবে সূত্রটি তাকে কোন পাত্তা দেননি।`
তবে একাধিক সূত্রে জানা গেছে, নিজের টাকায় দুবাই গেছেন হিরো আলম। অন্যদের দেখাতেই মূলত আরাভের সাথে যোগদেন আলম। এবং সেই স্বর্ণের দোকানে উদ্বোধন অনুষ্ঠানে শুধু যোগদানই করেন না। মঞ্চে উঠে নাচ গানও করতে দেখা যায় তাকে। কিন্তু এখন পুলিশের জিজ্ঞাসা বাদে নিজের ভোল্ট পাল্টাচ্ছেন তিনি।
সূত্রটি আরও বলেন, আলম বিভিন্ন চোরাচালানের সাথে জড়িত আলম। বিভিন্ন দেশ থেকে টাকার বিনিময়ে, পোষাক, স্বর্ণ, মাদক সরবরাহ করতেই তিনি দুবাই গেছেন বলে অভিযােগ উঠেছে তার নামে। প্রশাসনের নজর দেয়া উচিত বলেও সূত্রটি দাবি করেছেন।
উল্লেখ্য দেশে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে দুবাইয়ের আরাভ জুয়েলাস উদ্বোধন করতেই তাকে দুবাই যেতে দেখা যায়।