Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৮, ২০২৩, ০৯:০৫ পিএম


কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শনিবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে কারাগারে পাঠানোর সাড়ে তিন ঘণ্টা পর শনিবার বিকেল ৫টার দিকে তাকে জামিনের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন। মাহিয়া মাহির আইনজীবী আনোয়ার শাহাদাত সরকার বলেন, আমার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন। বর্তমানে তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা।

এদিন দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। দুপুর ১২টার দিকে জিএমপির সদস্যরা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করে। বেলা ১২টার দিকে গ্রেপ্তারের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে নিয়ে গাজীপুর নিয়ে যায়। আদালতে তোলার পর রিমান্ড মঞ্জুর না করে মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন। পরে তার জামিন আবেদন করেন আইনজীবী আনোয়ার শাহাদাত সরকার। আবেদনের প্রেক্ষিতে বিচারক মো. ইকবাল হোসেন জামিন মঞ্জুর করেন।

এআরএস

Link copied!