Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লাখ টাকায় লুঙ্গি কিনলেন তাহসান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২৩, ০৩:২৫ পিএম


লাখ টাকায় লুঙ্গি কিনলেন তাহসান

জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য ফান্ড সংগ্রহ করছে। এই ফান্ডে অংশীদার হলেন তাহসান রহমান খান। বিষয়টি এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ফেসবুক পেইজে জানানো হয়েছে।

তারা বলছেন, অনেকে তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।  বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাঁদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না? এমন আবেগ থেকেই নাকি তারকারা পুড়ে যাওয়া কাপড়ের অংশ সংগ্রহ রাখতে চাইছেন।

বিদ্যানন্দ বলছে, নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

আরএস

Link copied!