Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

কাঁপাচ্ছে ভাইজানের ‘কিসি কা ভাই কিসি কা জান’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ১০, ২০২৩, ০৫:৫২ পিএম


কাঁপাচ্ছে ভাইজানের ‘কিসি কা ভাই কিসি কা জান’

মুক্তির ১২ দিন আগে ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন বলিউড তারকা সালমান খান। সিনেমার ট্রেইলার আসবে আগামী ১০ এপ্রিল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুরু হোক অ্যাকশন’।

মোশন পোস্টারে দেখা যাচ্ছে সালমান খান একটা ধারালো ছুরি হতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছুরি থেকে ছিটকে আসা রক্ত ধীরে ধীরে ফুলের পাপড়ির আদল নিচ্ছে।

জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’ এর হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ সিনেমায় নায়ক এবং প্রযোজকের ভূমিকায় থাকা সালমান ছবির প্রচারে জোরোশোরে নেমেছেন।

প্রচারের অংশ হিসেবে সিনেমার ‘নাইয়ো লগদা’, ‘বিল্লি বিল্লি’, ‘বথুকাম্মা’ এবং ‘ইয়েনটাম্মা’ শিরোনামের চারটি গান ইউটিউবে এসেছে। এসব গানে সালমানকে দক্ষিণী কায়দায় নাচতে দেখা গেছে।

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় সালমানের নায়িকা হয়েছে দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। সিনেমায় দক্ষিণী অভিনয়শিল্পীদেরই প্রাধান্য দেখা গেছে।

এসএইচ/এআরএস

Link copied!