Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেরদৌস নিরাপদ খাদ্যের শুভেচ্ছাদূত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৩, ২০২৩, ০২:৫৪ পিএম


ফেরদৌস নিরাপদ খাদ্যের শুভেচ্ছাদূত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চিত্রনায়ক ফেরদৌস আহমদকে শুভেচ্ছাদূত নিয়োগ দিয়েছে। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কর্তৃপক্ষের প্রশিক্ষণ রুমে ফেরদৌস শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগদানের চুক্তিতে সই করেন।

এ সময় ফেরদৌস বলেন, প্রথম কোনো সরকারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলাম। এটি আমি আমার দায়বদ্ধতা থেকেই করছি। দেশের খাদ্য নিরাপত্তায় কোনো অবদান রাখতে পারলে নিজেকে গর্বিত মনে করবো।

তিনি বলেন, মানুষ আমাকে ভালোবাসে। সে জায়গা থেকে খাদ্য নিরাপত্তায় কাজ করবো। মানুষ আমার কথাগুলো মানবে বলে আমি বিশ্বাস করি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ভালোভাবে কাজ করতে পারবো বলে আশা করছি।

অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার বলেন, চিত্রনায়ক ফেরদৌস খুবই সহজ শর্তে আমাদের সঙ্গে কাজ করার জন্য যুক্ত হয়েছেন। আগামী এক বছরের জন্য চুক্তি হয়েছে, আশা করছি সেটা আমরা দীর্ঘ সময়ব্যাপী নিতে পারবো।

তিনি বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চায় প্রতিটি মানুষকে খাদ্য নিয়ে সচেতন করতে। প্রশিক্ষণের মাধ্যমে শেখাতে। চিত্রনায়ক ফেরদৌস সেক্ষেত্রে আমাদের দারুণভাবে সহায়তা করতে পারবে বলে আশা করছি।

এমএইচআর

Link copied!