Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বুবলীর ভিডিও ভাইরাল

বিনোদন প্রতিবেদকঃ

বিনোদন প্রতিবেদকঃ

এপ্রিল ১৫, ২০২৩, ০৬:৫১ পিএম


বুবলীর ভিডিও ভাইরাল

মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার গান ‘কথা আছে’র তালে ঠোঁট মিলিয়ে ও র‍্যাপ ভঙ্গিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সিনেমাটির অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে বুবলীর ভিডিওটি।  ভিডিওতে দেখা গেছে, একটি চেয়ারে বসে রক ভঙ্গিতে ওই র‌্যাপ গানের সঙ্গে অভিনয় করেছেন বুবলী; তা লুফে নিয়েছেন দর্শকেরা।

গত বৃহস্পতিবার ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির ‘কথা আছে’ গানটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পায়। নিজের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ। গানটিতে ভিন্ন লুকে শাকিব খানের অভিনয় লুফে নেন তাঁর ভক্ত-দর্শকেরা। এক দিন পর ওই ছবির নায়িকা বুবলী একটি চেয়ারে বসে রক ভঙ্গিতে ওই র‌্যাপ গানের সঙ্গে অভিনয় করার চেষ্টা করেন। সেটি ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও করে তাঁর নিজের ফেসবুক পেজে ছাড়েন বুবলী। নিমেষেই ভিডিওটি তাঁর ভক্ত-দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ে।

দর্শকের এমন সাড়া পেয়ে উচ্ছ্বসিত বুবলী বলেন, ‘দর্শকেরা আমাকে এত এত ভালোবাসা দেবেন, এমন সাড়া পাব, বুঝিইনি আমি। সবচেয়ে বড় ব্যাপার ভিডিওটি দেখে মানুষের হাজার হাজার মন্তব্যের বেশির ভাগই ইতিবাচক। তা ছাড়া এ রকমের ভঙ্গিতে আমার প্রথম কাজ এটি।

ঢাকাই ছবির এই নায়িকা আরও বলেন, ‘কোনো পরিকল্পনা ছাড়াই এটি করা। সিনেমা করার সময়ই গানটি সম্পর্কে জেনেছি। গানটি যখন ফেসবুকে প্রকাশ হলো, দেখলাম বেশ পছন্দ করছেন দর্শকেরা। বেশ রিদমিক একটা গান। হঠাৎই মাথায় এল, আমিও গানটি নিয়ে আলাদা করে কিছু করি। তাই একটু রক স্টাইলে গানের সঙ্গে ভিডিও করে ফেললাম।

ফেসবুকে পোস্ট করার পর দেখি, পুরাই হইচই অবস্থা। ঈদের দিন থেকে ছবির টিমের সঙ্গে ঢাকার মধ্যে হলে হলে ঘুরবেন বুবলী। ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটি পরিচালনা করেছেন তপু খান।
সোহাগ বি

Link copied!